বর্তমানে ব্রণ সমস্যাটা মহামারী আঁকার ধারণ করেছে। এমন কি বয়স্ক থেকে তরুন সবার মাঝেই এই ব্রণ নিয়ে সমস্যা। বিশেষ করে এই ব্রনের কারনে তাদের মুখের সৌন্দর্যকে বহুলাংশে কমিয়ে দিয়েছে। এমন অনেক তরুন আছে যারা ব্রনের কারনে ঘরের বাইরে বের হইতে চাই না। অনেকের ক্ষেত্রে, ব্রণ বারবার নিরাময় করার পরও আবার
হয়। আবার অনেকের ক্ষেত্রে ব্রণ হলে তা আর সারতে চায় না।
তাই চলুন কিভাবে এই ব্রণকে প্রতিরোধ করা যায় তার কিছু প্রাকিতিক উপায় জেনে নেয়।
সরিষা ব্যবহার
মুখের মধ্যে ব্রণ বা অন্য কোন সমস্যা থাকলে সরিষা লাগান।এই সমস্যা সমাধানে সরিষা খুবই কার্যকারী গুমিকা পানন করে। এটি সালিসিক অ্যাসিড রয়েছে যা সংক্রমণকে ধ্বংস করে। তাই এক-চতুর্থাংশ চা চামচ সরিষা গুঁড়া নিন এবং মধু দিয়ে মেশান। 5 মিনিটের জন্য মুখের মধ্যে এই মিশ্রণ মেশান
টমেটো
ত্বকের যেকোনো সংক্রমণ থেকে ত্বকে রক্ষা করার জন্য টমেটো ব্যবহার করুন।
রসুন
ব্রণের উপরে অনেকক্ষণ লাগিয়ে রসুন রাখতে পারেন।এটা অনেক কাজে দেয়
ডিমের সাদা অংশ
২০ থেকে ২৫ মিনিট একটি দিমের সাদা অংশ ব্রণের উপরে লাগিয়ে রাখুন। এর পর রেখে ধুয়ে ফেলুন।
ভিনেগার ব্যবহার করুন
ব্রনের শত্র হল ভিনেগার। আর এই ভিনেগার ব্যবহার করে সহজেই ব্রণের সমস্যার সমাধান করতে পারেন।
লেবুর রস
রাতে ঘুমানোর আগে ব্রনের উপর লেবুর রস লাগিয়ে রাখতে পারেন।
আপনি চাইলে আমাদের Korean Acne Cream পণ্য গুলো দেখতে পারেন। এই পণ্য গুলো ব্রনের সমস্যা সমাধানে খুবই কার্যকারী ভূমিকা পালন করে।