Hotline

+88 018777-71133

Investigation Support

+88 018445-22301

Medicine Support

+88 018445-22302

Open Hours

Sat - Thu : 10 AM - 8 PM

শিশু হৃদ সার্জারিতে চিকিৎসা সহায়তা


advertisement

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের অনেকেই হৃদ যন্ত্রে অপারেশনের প্রয়োজন পড়ে। এই সকল অপারেশন অত্যন্ত জটিল ও ব্যয় বহুল। দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা কার্যত অসম্ভব। যে সকল অপারেশন বিদেশে করতে হয় তার ব্যয়ভার বহন আমাদের পক্ষেও সম্ভব নয়। কিন্তু দেশে যে সকল অপারেশন সম্ভব তার ব্যয় ভারের আংশিক আমরা বহন করি। বাকিটা Little heart Project এর সহায়তায় অন্যান্য দাতব্য সংস্থা করে থাকে। আর্ত নেটওয়ার্কের ওষুধ বিপননের মাধ্যমে প্রাপ্ত লভ্যাংশের একটি অংশ এইসব শিশুদের জন্য ব্যয় করা হয়। পাশাপাশি আমরা সাধারণত মানুষের কাছেও আবেদন জানাই,যাতে তারা সরাসরি উক্ত শিশুকে সহায়তা করে । আর্ত নেটওয়ার্ক ওয়েবসাইটটির মাধ্যমে উক্ত শিশুর অভিবাবকের মোবাইল ব্যাংকিং একাউন্ট এবং ব্যাংক একাউন্টের তথ্য, এবং প্রয়োজনীয় অর্থের তথ্য প্রদান করে। সাহায্যের অর্থের নুন্যতম অপব্যবহার রোধ করতে আর্ত নেটওয়ার্কের নিজস্ব ব্যাংক একাউন্টে এই টাকার কোন লেনদেন করা হয় না। সাহায্য দাতা সরাসরি সাহায্য প্রার্থীকে অর্থ সাহায্য করে থাকেন। আরও কিছু জানার জন্য FAQ এ ক্লিক করুন।

advertisement