যথাযথ ও গুনগত পরীক্ষা রোগ নির্ণয়ের পূর্ব শর্ত। অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশের এই খাতটিতে মান নিয়ন্ত্রন ব্যবস্থা অত্যন্ত দূর্বল। অধিকাংশ সেন্টারে সস্তা নিম্নমানের যন্ত্র ও রিএজেন্ট এবং মানহীন মানব সম্পদ ব্যবহারের কারণে পরীক্ষার ফলাফলের গুনগত মান অত্যন্ত দুঃখজনক। অন্যদিকে যারা ভালো যন্ত্র, ভাল রিএজেন্ট ও দক্ষ মানবসম্পদ ব্যবহার করছে তাদের ব্যয় সংকুলান করা নিম্ন ও মধ্যবিত্তদের পক্ষে অত্যন্ত কষ্ট সাধ্য। আমরা কোন পথ বেছে নেব- সস্তায় মানহীন পরীক্ষা নাকি উচ্চমূল্যে গুনগত মান সম্পন্ন পরীক্ষা। প্রথমটা মেনে নেওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। গুনগত মান নিশ্চিত করেই আমাদেরকে খরচ কমানোর চেষ্ঠা করতে হবে। আর্ত সেই চেষ্ঠায় করেছে। যে সকল সেন্টারের গুনগত মান নিয়ে কোন সংশয় নেই, তাদের খরচ কিছুটা কমিয়ে সাধারণ রোগীদেরকে সহায়তা করা আর্ত নেটওয়ার্কের একটি প্রচেষ্ঠা। আমরা বিভিন্ন শর্তে বাধা তাই হয়তো সবাইকে এই সুবিধা দেওয়া সম্ভব নয়। তবে একটি বড় অংশের রোগীকে আমরা ক্ষেত্র বিশেষে ১০% থেকে ৩০% পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা করে দেই। আর্ত নেটওয়ার্ক এই সেবার বিনিময়ে রোগীদের নিকট হতে কোন প্রকার অর্থ গ্রহণ করবে না বা কোন Paid membership এর ফাঁদে ফেলবে না, এবং আর্ত নেটওয়ার্ক কোন প্রকার মানহীন প্রতিষ্ঠানে সেবা গ্রহণে কাউকে উদ্বুদ্ধ করবে না। বর্তমানে আসগর আলী হাসপাতাল, ল্যাবএইড এর সকল শাখা, প্রাভা হেলথ এবং অথেনটিক ডায়াগনস্টিক ও কনসাল্টেশন হতে আর্ত নেটওয়ার্ক এই সেবা প্রদান করছে। শয্যাশায়ী রোগীদের জন্য বাড়ি হতে স্যাম্পল (রক্ত, প্রসাব) সংগ্রহ করার ব্যবস্থা করা হয়েছে ন্যুনতম সার্ভিস চার্জের বিনিময়ে। আপনার একটি অনলাইন অনুরোধেই এই সেবা অনায়াসে পেয়ে যাচ্ছেন কোন বাড়তি খরচ ব্যতিরেকেই।আরও কিছু জানার জন্য FAQ এ ক্লিক করুন। Precision is the Precondition of all laboratory investigations. It is a matter of great regret that the quality control system in this sector is very weak in our country. The quality of investigation is very poor due to the use of cheap below quality instruments and reagents and unqualified human resources. On the other hand, those who are using quality instruments & reagents and skilled human resources, are extremely costly for lower and middle-class people. Which way should we choose- cheap poor quality investigations or high-quality costly investigations. It’s not possible for us to accept the first one. We must try to reduce costs by ensuring quality standards. We use to do that. the centers which undoubtedly maintain their quality, we try to reduce their costs in an effort to help ordinary patients. We can’t offer this facility to everyone, as we are bound by several conditions by the centers. However, we can provide a large number of the patient with a 10% to 30% discount on this field. Arto network will not accept any money from the patients in exchange for this service, or will not trap them in any paid membership, and the network will not encourage anyone to take service from any kind of below standard center. Currently Arto Network is providing its diagnostic support for patients from Asgar Ali Hospital, all branches of Labaid , Praava Health and Authentic Diagnostic & consultation ltd. Home sample collection service is offered for bedridden patients for minimum service charge. Anyone can avail this service by just a online request without any kind of extra cost. For further query, visit FAQ section or click on FAQ