টেলিমেডিসিন কখনোই প্রথাগত চিকিৎসা ব্যবস্থা ও সরাসরি চিকিৎসকের পরামর্শের বিকল্প হতে পারে না। তারপরও বিশ্ব জুড়ে আজ টেলিমেডিসিনকে প্রথাগত চিকিৎসার পাশাপাশি সহায়ক মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই এই ফলাফল আশাব্যঞ্জক। আমরা চেষ্ঠা করছি টেলিমেডিসিনকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, যার মাধ্যমে রোগীরা রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা সেবা পেতে পারে। ফলো আপের জন্য চিকিৎসকের সাথে সংযুক্ত থাকতে পারে। দূর দুরান্তের রোগীরা শহরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারে এবং সব কিছুই হবে সাশ্রয়ী খরচে। আমাদের সফটওয়ারের এই মডিউলটি এখনও নির্মানাধীণ আছে। অল্প সময়ের মাঝেই আমরা আপনাদের সেবায় টেলিমেডিসিন চালু করতে যাচ্ছি।Telemedicine can never be a substitute for traditional medical treatment and advice. However, today the telemedicine is being used as a supportive medium alongside traditional treatments around the world. In many cases, these results are really excellent. We are trying to provide telemedicine an institutionalized form, by which patients can get medical treatment at the initial stage of the disease. The follow up can be possible when a distance keeps the patient away from the doctor. Distant patients can consult the specialist doctors of the city and everything will be cost effective. Our software module is still under development. Within a short time, we are going to introduce telemedicine in your service.